সে এক দীর্ঘ রাতের কাহিনী, কাহিনী - - বলাটা
খুব একটা ঠিক নয়, অপ্রত্যাশিত সংযোগ,
তখন ঘড়ির বড় কাঁটা, পার করে
গেছে ছোট কাঁটা, মধ্য রাত -
তখন পূর্ণ বিকশিত !
নিশি গন্ধার
দাপট,
বুনো ফুলের গন্ধের উপরে তন্দ্রাতুর, চাতকের -
ডাকে আবেগী ভাব, গভীর প্রণয়ের - -
আহ্বান, বাহিরে, ঐন্দ্রজালিক
জোছনা ছড়িয়ে চলেছে
উন্মুক্ত কুহক !
এমন
সময়ে সদর দরজায়, কড়া নাড়ার শব্দ, এক - -
চমকপ্রদ আগন্তুক ! সারা দেহে চন্দ্র -
মল্লিকা ফুলের প্রগাঢ় গন্ধ,
সরাসরি দেহ হতে
প্রাণে প্রবেশ,
সারা
রাত - জ্বলেছে পুড়েছে গলেছে, কিন্তু নিবে নি - -
প্রেমের সেই বিচিত্র মোমবাতি, বিহানের
হলদে লাল আলোর অতিক্রমণে
জীবন খুঁজে বিলুপ্ত কিছু
উন্মাদের মুহূর্ত,
কিছু
অন্তর্বস্ত্র, জংলী যাযাবর গন্ধ, অচেনা হাতের - -
অনিয়ন্ত্রিত স্পর্শ - -
* *
By Rosemary Millette