শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

অনিয়ন্ত্রিত স্পর্শ - -

সে এক দীর্ঘ রাতের কাহিনী, কাহিনী - - বলাটা 
খুব একটা ঠিক নয়, অপ্রত্যাশিত সংযোগ,
তখন ঘড়ির বড় কাঁটা, পার করে 
গেছে ছোট কাঁটা, মধ্য রাত -
তখন পূর্ণ বিকশিত !
নিশি গন্ধার 
দাপট,
বুনো ফুলের গন্ধের উপরে তন্দ্রাতুর, চাতকের -
ডাকে আবেগী ভাব, গভীর প্রণয়ের - - 
আহ্বান, বাহিরে, ঐন্দ্রজালিক 
জোছনা ছড়িয়ে চলেছে 
উন্মুক্ত কুহক !
এমন 
সময়ে সদর দরজায়, কড়া নাড়ার শব্দ, এক - - 
চমকপ্রদ আগন্তুক ! সারা দেহে চন্দ্র -
মল্লিকা ফুলের প্রগাঢ় গন্ধ, 
সরাসরি দেহ হতে 
প্রাণে প্রবেশ,
সারা 
রাত - জ্বলেছে পুড়েছে গলেছে, কিন্তু নিবে নি - - 
প্রেমের সেই বিচিত্র মোমবাতি, বিহানের 
হলদে লাল আলোর অতিক্রমণে 
জীবন খুঁজে বিলুপ্ত কিছু 
উন্মাদের মুহূর্ত,
কিছু 
অন্তর্বস্ত্র, জংলী যাযাবর গন্ধ, অচেনা হাতের - -
অনিয়ন্ত্রিত স্পর্শ - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

By Rosemary Millette

ঘনক পাশা - -

সহজ নয় হঠাৎ করে, পুরোনো সব বাঁধন খুলে 
মুক্ত পথে হাঁটা, কিছু অদৃশ্য ছায়া করে 
অনুসরণ সারাটা জীবন, বলতে 
চায়, না - বলা অনেক 
কথা, সাপ -
সিঁড়ির ওই খেলার মাঝে জীবন খুঁজে পায় না -
কোনো বিকল্প ! কখনো নিয়তি সাপের 
সম্মুখে দাঁড়ানো, কখনো প্রেম 
অন্তিম ধাপে, ঘনক পাশা 
যায় ফসকিয়ে
অজান্তে,
অন্তরিক্ষের অভিলাষে শুন্য ছাড়া কিছুই রয় -
না হাতে, যারা ছিল এক দিন পাগল 
আমাকে নিয়ে, তারাই দেখি 
আজ চায় মৌলিক 
পরিচয় পত্র,
সঠিক তদারক নিয়ে তারা আজ ব্যস্ত, অতীত
শুধুই এক অনুভূতি, সময়ের সাথে জং 
ধরে যায় তাতে - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

art by sharon will