বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

মনের গহ্বরে

অপবাহিত গন্ধ নিয়ে আমি পড়ে আছি 

তোমার হৃদয়ের কাছাকাছি, যত 
ক্ষণ তুমি বুঝতে চাইবে, তত 
ক্ষণ বাসি আবেগে ছুঁয়ে 
যাবে, দেহের নতুন 
সৌরভ, তুমি 
যাবে
ভুলে সহজে উচ্ছিষ্ট বস্তুর ঘৃনা, তখন 
তুমি ও ব্যবহৃত, পুরাতন বস্ত্র 
খানি, সেই জন্যই ত খুলি 
নি মনের গ্রন্থী, কি বা 
আসে যায় নতুন 
কিংবা প্রযুক্ত, 
শুধুই 
মনের ভিতরে ছদ্ম আদর্শের সংরচনা,
তুমি ও করে যাও বিশুদ্ধতার 
নাটক, আমি ত আছি চির
দেবব্রত, অন্ধকারে 
আবরণ ও 
নিরাবরণের কোনই মানে হয় কি, তবু 
ও লজ্জার ভান করতে কিসের যে 
ক্ষতি, এখানে সৃষ্টির খেলা 
সৃজনের মঞ্চে যুগে 
যুগে একই
রূপে 
অব্যাহত, দ্বিধার কিছুই নাই যদি চাও 
পারদর্শী ভাবে যাঁচাই, নিরক্ষণ !
আলো জ্বালাতে বিলম্ব কর 
না, আমি প্রস্তুত গ্রীক 
দেবতার সেই 
পূর্ণ পুরুষ 
রূপে, 
আমি জানি তুমি আগ্রহী, কিন্তু প্রশ্ন 
একটিমাত্র, হয় ত তুমি শিরায় 
শিরায় যাত্রা করে যাবে 
সমস্ত দেহের পিঞ্জরে,
তবু কি জানতে 
পারবে 
মনের ময়নার আত্ম গোপন রহস্য ---

- - শান্তনু সান্যাল