রবিবার, ১৬ জুলাই, ২০২৩

নিঃশ্বাসের সুতো - -

সুদূর আকাশের নীহারিকা ছিল তার 

তথাকথিত ভালবাসা, ভাঙা
অলিন্দের প্রান্তে জীবন 
ছিল খুবই নিরীহ 
ভীষণ একা, 
শেষ 
রাত্রির ঠিক কিছু ক্ষণ আগে, ভেঙে 
পড়েছে ক্রমশঃ তারক মালা,
আবেগী মন, পুঙ্খানুপুঙ্খ
খুঁজে মরেছে তার 
হারানো 
বিন্দু,
দিগন্ত পারে, সাগরের বুকে, পৃথিবীর 
অস্পৃষ্ট ভূ ভাগে, শূন্য নীল 
উপত্যকার গহ্বরে !
ফিরে যাওয়া 
মধুমাসের 
পথে !
জনবিরল মরুভূমির দহনে, শ্রাবণী - 
রাতের হাহাকারে, ভাবনার 
লাজুক তন্তুর মাঝে 
সে ছিল সুপ্ত 
চির 
মৌন, নিঃশ্বাসের সুতো ধরে নিজের 
মখমলি হাতে - - 
* * 
— শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/