পায়ের নীচে ছিল চিরদিন শূন্য স্থান, তবুও
গুনে গেছি মাইলের পাথর, জনমের
পরেই কে যেন লিখে গেছে
ঠিক মাথার উপরে
দুঃখের মহা -
কাব্য,
চিত্রকর হতে পারি নি, অবস্থা ছিল বর্ণান্ধ !
বিহানের সঙ্গেই যেন সূর্য্যের অবসান,
পায়ের নীচে ছিল চিরদিন শূন্য -
স্থান। প্রেমিক হতে খুব
একটা অর্থের ছিল
না প্রয়োজন,
তাই
সারাটা জীবন অপেক্ষায় রইলাম কেউ যেন
ভালোবাসে, শুধুই খুঁজেছি চেহারার মাঝে
আসল চেহারা, ভালোবাসার মুখোশ
জমে আছে জং ধরা স্মৃতির
সন্দুকে, অপরাধ জানি
না সবাই বলে আমি
এক অভিশপ্ত
পাষাণ,
পায়ের নীচে ছিল চিরদিন শূন্য স্থান - - -
* *
- - শান্তনু সান্যাল