মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

দোরগড়ার বাহিরে - -

কতই অবাস্তব হোক না তবুও
ভালোবাসি, তার ওই
গভীর স্বপ্নিল
চোখের
সম্মোহন, সব কিছুই যেখানে
কৃত্রিম, সেখানে আসল
আর নকলের
সংজ্ঞা
অর্থহীন, তাই দেহে চিমটি - -
কেটে জানতে চেও না
ঘোরের গভীরতা,
জরুরি নয়
গেরুয়া
বসন, গলায় রুদ্রাক্ষের মালা -
খুবই কঠিন পুনরায় ফিরে
আসা, দোরগড়ার
বাহিরে পা
রাখলেই
নিমিষে, সমস্ত জগৎ অচেনা -
পৃথিবী আকাশ, সমুদ্র
দাবাগ্নি, বীথিকা
কি মরুভূমি,
আপন পর
সে মুহুর্তে বাধা দিতে পারে না।

* *
- শান্তনু সান্যাল
 



http://sanyalsplanet.blogspot.in/
 Judi Bell WATERCOLOR