বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২


ফিরে যাও আগন্তুক 

তমসা ঘন  রাতে দাঁড়িয়ে ছিল সে সদর দরজায়,
কুণ্ডলিত দড়ি নিয়ে হাতে, মেঘ বরণী 
প্রসস্ত বুক, উত্থাপিত মাংসপেশী,
নিয়ে মুখে কালজয়ী হাসি, 
দ্বার খুলেছি নিশ্চই 
অভয় মনে, 
কিন্তু অগ্রাহ্য করে বলেছি না, এখন সময় হয় 
উঠে নি, এই ভাবে মাঝ জীবনে যেতে 
চাই না তোমার সাথে, তুমি যাও 
ফিরে, অনেক দায়িত্ব আছে 
আমার কাঁধে, হয় ত 
ভাবাবেশে 
চেয়ে ছিলাম ইচ্ছা মৃত্যু, কিছু ক্ষণের জন্য হয় 
ত হারিয়ে ছিলাম দিকনির্ণয়ের ক্ষমতা,
তাই বলে তুমি কেড়ে নিতে 
পারবে না এই জীবন, 
ওই দেখো তারা 
অদৃশ্য 
দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে, বুকে নিয়ে 
অগাধ সম্ব্রম, স্বপ্ন, মিথ্যা ভালবাসা,
নাটকীয় আত্মীয়তা, সব 
কিছুই ত নেতিবাচক 
হবে না, কিছু 
সত্যতার 
ঘোর ও থাকতে পারে, কোথায় যেন এক 
বিশ্বাস এখনো জেগে রয়েছে, ওই 
মায়ার বাঁধন কাটতে পারব 
কি, তাই পরিকল্পনা 
গেছে বদলিয়ে, 
থাকতে 
দাও আমায় আমার মতন, দেখি ত নিয়তির 
জোর কি ভাবে করে এই রহস্যের 
সমাপন - - - 

- শান্তনু সান্যাল
dark clouds