বর্ষায় উঠে চলেছে ধোঁয়ার বাদল, জীবনের ধুসর
উপত্যকা, নির্বাক চেয়ে আছে ছাই রঙ্গী
আকাশ, ওই সাগর কুলের পাখিরা
গেছে উড়ে বহু দিন আগে,
প্রীত নদীর মোহনায়
পড়ে আছে আজ
ও বহু রঙ্গী
ক্ষুদ্র
পাথর, ফিরে যায় স্মৃতির উর্মি বারংবার ছুঁয়ে নির্জন
বালুকা বেলা, পুনশ্চ নোনা জলের প্রতিশোধ,
পুনারয় ব্যথিত হৃদয়ের চিত্কার,
উচ্ছন্ন তটভূমি খুঁজে স্বপ্নের
সবুজ শ্যামল শস্য
ধরাতল, তবু
ও জীবন
এঁকে যায় পশ্চিমা গগনে রঙিন মেঘের আল্পনা - - -