শুক্রবার, ১১ মে, ২০১২


অনন্তকালব্যাপী 

এড়িয়ে সমস্ত পূর্বাভাস সে ভিজিয়ে নিয়েছিল 
অন্তরতমের  তৃষ্ণা, তাই অপ্রত্যাশিত 
সন্ধ্যার ঝড়ে সে ছিল নির্বিকার,
ঠিক শিলাময় সামুদ্রিক 
সৈকত, নীরব !
ভাঙ্গনের জন্য যেন প্রস্তুত, দৃঢ় সংকল্প, জেদী,
তার এই অদ্ভুত অনুসঙ্গ, জাগিয়ে গেছে 
ভীরু ভালবাসায় এক অনন্য 
উদ্ভাবন, উড়ে গেছে 
সারস যুগল সম; 
তারা 
দিগন্তের পথ ধরে বহুদূর অজানা প্রান্তরে -
সেই স্বপ্নীল উপগ্রহের দেশান্তরী 
যাত্রা গেছে বদলিয়ে সব 
কিছু, যেন ফুটে 
চলেছে 
পাষাণী ধরাতলে; নামবিহীন স্বর্গীয় কুসুম, 
পরিত্যক্ত উত্স  ভূমি রইলো যুদ্ধ
মুখী, তারা  নিখোঁজ তাদের 
নিজের  জগতে; বাইরে 
ঝড় বৃষ্টি একাকার,
বহে চলেছে 
ক্ষিপ্ত হাওয়া তীব্র বেগে; তারা এখন সুদুর ভেসে 
চলেছে; আকাশপথে অভ্র মেখে গায়ে,
আবেশীয় অশনি নিয়ে বুকে,
বিলীনতার দিকে;
অনন্ত কাল ব্যাপী পথের বোধ হয় তারা যাত্রী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
no idea about creator