শনিবার, ২ জুন, ২০১২


যথারীতি - - 
না এখানে কেউ নেই, যে নিঃশ্বাসের সঙ্গে বহে যাবে 
রক্ত কণিকার  পথে, তৃষিত হৃদয় ; পথ চেয়ে 
রইলো সারাটা জীবন, কত সহজে  বলে 
গেল মৌসুমী হাওয়ার  উচ্ছ্বাস ; 
আসবে ফিরে আবার 
বুকে  জড়িয়ে 
ভালবাসা
একরাশ, তার অগভীর প্রতিশ্রুতির তলদেশ ছিল 
পারদর্শী, অবশ্যই সে আপ্রাণ বুঝিয়ে গেছে ;
কাল্পনিক গভীরতার কাহিনী, মৃত্যুর 
অপরের  প্রেমানুভূতি, শুনতে 
ভালই লাগে কিন্তু 
কল্প লোকের 
বাহিরে ও
আছে বাস্তবিক জীবন, তাকে বাতিল করাটা কি 
এতই সরল, সুতরাং দক্ষিণা জানালা দিয়ে ; 
চেয়ে রই সহজ ভাবে, সূর্যের উদয় -
অস্তাচল, পৃথিবীর অদৃশ্য 
ঘূর্ণন, আকাশের
চির  মৌন 
কথা বার্তা, মেঘের ঘিরে আসা, সাঁঝের পরিচিত ;
কড়া নাড়া, নিশিগন্ধার অনুপ্রবেশ - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

bouganvillea stair