শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

সৃজনের দ্বারে

প্রবল বর্ষার সেই মায়াবিনী রাতে, উল্লম্ব
বর্ষণে যখন আকাশ পাতাল মিলে
একাকার, ক্ষিতিজ রেখা
খুঁজে পাই নি আমি,
ছুঁয়ে গেছি
তার
বিমুগ্ধ বিন্দু, ত্রিকোণের মধ্যস্থল, জৈব -
কেন্দ্রক, সেই সম্মোহিনী হাস্যের
মাঝে ছিল জীবনের উত্স,
অবারিত দর্শন, নগ্ন -
সত্যের  তর্ক বিদ্যা,
গর্ভের পাবক,
সৃজনের
ব্যথা, নাভিযুক্ত নিঃশ্বাসের সমীকরণ, খোলা
চোখে তার অনুভূতি সহজ নয়, প্রগাড়
আঁধারে ভেসে গেছি সেই গভীর
জলের নিম্নাভিমুখ গহ্বরে,
তবুও খুঁজে পাই নি
 দুষ্প্রাপ্য মুক্তার
সন্ধান,
শ্বাসরোধে উঠে এসেছি যখন ধরাতলে, তার
অধর সুধায়ে পেয়েছি ফিরে জীবন,
বুকের শিথিল স্পন্দন, হয়ে -
উঠেছে চলন্ত লেখচিত্র,
দেহের রন্ধ্র প্রতি
রন্ধ্রে তখন
ষটকোণীয় মৌ ভরার প্রক্রিয়ার সূত্রপাত !

-- শান্তনু সান্যাল