অভিমন্ত্রিত সে কোন এক রাতে, বলেছিলে
art of Anthony Orme
জীবনের পূর্ণতা আছে আমার চোখে,
ওই আঁধার ও আলোর খেলায়
জানিয়ে ছিলে খুবই
সহজে, মনের
অতল
তলে আছে শুধুই আমার প্রতিচ্ছায়া, এক
অনন্তকালীন অনুবন্ধ, আর যেন
অনেক কিছু, সেই কাব্যিক
রাতের নিগূঢ় মুহুর্তে,
জীবন ছিল
অজ্ঞাত
বাজির হাতে, প্রগাঢ় আবেগ, বহে গেছে -
ভাবনার অবশ তরঙ্গে, শেষ
প্রহরে আর খুঁজে পাওয়া
যায় নি, দেহ ও
প্রাণের
সংযোগ বিন্দু, এক পরকীয় মধুর গন্ধে
তখন অস্তিত্ব হারিয়ে চলেছে
নিজের সত্তা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/