শুক্রবার, ১৮ মে, ২০১২


ভোরের সমীরণে 

যথরীতি  রাত গেছে বুকে ভরে দহন চিরকালীন 
যথাক্রমে শুষ্ক মেঘ ভেসে গেছে মরু গগনে,
বৃষ্টির সাধে স্বপ্ন বেচারা চেয়ে রইলো 
সারা রাত ; মৃগ জলে ভিজা 
তার প্রতিশ্রুতি ; ক্ষণে 
ক্ষণে গেছে 
বিলীনতার পথে, বাবলার শামিয়ানা ছিল -
প্রদীপ্ত জোনাকির আলোয়, তবু ও 
আঠালো আঁধার বুকে যেন 
রইলো অত্যন্ত ভাবে ; 
সঘন জড়িয়ে 
একাকার, 
জানি না কিসের ব্যথা ছিল প্রাচ্য তারকের -
হৃদয়ে, ঠিক ভোরের আগে গেছে 
ভেঙে, গড়িয়ে পড়েছে 
দিগন্ত হতে 
সাগরে, 
হয় ত খুঁজে চলেছে সকালের ঠিকানা, এখন 
মনে হয়  সূর্য্য উঠেছে প্রেমের দেশে,
কিছু জল সমীর বহে আনছে 
শীতল প্রলেপ, বোধ 
হয় শ্রাবণী
মেঘ ছুঁয়ে তুমি পাঠিয়েছো সহানুভূতির চিঠি ;
নতুন প্রতিশ্রুতি - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

dark clouds 1