শনিবার, ৫ মে, ২০১২


এত সহজ ছিল না 

ঠিকই ত ব্যবহারিক হতে পারি নি কোনো দিন,
কাজেই রয়ে গেলাম একাকী চিরদিন, 
হৃদয়ের নদী শুধুই ভাসা -
ভাসা, ধরে রাখতে 
জানে না 
আবেগের স্রোত, তাই গভীরতা গহিন হতে 
পারি নি, যা বুকে ছিল তা মুখে 
এসে ছড়িয়ে যায়, জীবন 
যেন উন্মুক্ত পুস্তক,
সবাই গেছে 
পড়ে,
কেউ হয় ত পড়ল কিছু বাক্য, কেউ পৃষ্ঠা গুলো 
শুধুই গেছে পাল্টিয়ে, অথবা রেখেছে 
ময়ুরপঙ্খী চিহ্ন ভবিষ্যতে পড়ার
জন্য, আবার এও হতে 
পারে, না পড়ে ও 
পৌঁছিয়ে 
গেছে উপসংহারে, সব কিছুই সম্ভব, সে হেঁটে 
গেছে খালি পায়ে নদীগর্ভে, ওই পারে 
শুনিয়েছে নিজের সাহসিক 
গল্প, অবশ্যই তখন 
হয় ত জীবন 
রিক্ত 
শুকিয়ে যাওয়া, বালুর ভূখণ্ড, সর্পিল স্মৃতি!
বুকে জমা তলানি মাটি - - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

  
painting by DANE WILLER