দেহ খানি, নিস্তরঙ্গ কিছু ক্ষণ থাকতে দিও
সাগরের গভীরতা, ছুঁতে চায় বাউল
মন আজ রাতে চাঁদের ভাসন্ত
প্রতিবিম্ব, জানতে চায়
জীবন সাময়িক
বৈরাগ্য,
তাই অতৃপ্ত দেহ ও প্রাণের ফুলদানি সাজিও না,
শুন্যের গায়ে ঝুলুক শিশির কণার কিনারা,
ধুসর পাহাড়ের গায়ে অরণ্য আগুন
যেন ধরিও না, ঝরুক সারা
রাত নীহারিকার নীল
স্ফুলিঙ্গ, আবেগের
অগ্নিশিখা যেন
বাড়িও না,
চাই না প্রণয়ের অপরিণত, অবাঞ্ছিত ঝলসানো !
শুধু চোখের ভাষায় প্রেমালাপ, স্পর্শ
এখানে নিষিদ্ধ, দেহের বাহিরে
যদি পারো বেরিয়ে এস,
অঙ্গীকারের আগুন
নিভে নি এখনো !
আত্মস্বরূপ
বন্ধু - - - -
--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY LEE OSKAR