চাণক্যের দেশের মানুষ - -
তারা সবাই চাণক্য, উঠিয়ে ফেলে নিজের পথের কাঁটা
অন্যের প্রাঙ্গণে, অন্যান্য নিরুদ্ধ প্রতিবেশী বাস
করে নিরব রূপে বিষধরের পাসে, ওই
গর্তের ভিতরে নাকি আছে
অগণ্য মণি মাণিক,
বিষরোধক
কে বা
আছে যে ছুঁতে যাবে মারাত্মক খোঁচা, শুধুই অবেলার
ক্রান্তি নিয়ে বুকে, ঘুরে ফিরে আসে মিছিলের
পুরোধা, যখন গাছের সমস্ত কলরব
যায় থেমে, আঁধারে বেশ গল্প
করে, নব অনুবন্ধ করে,
আরো বিষ ঢালে
পড়সির বুকে,
ঘুমন্ত গর্তের বাসী জানতেই পারে না, অপ্রত্যাশিত
দাবানল কোথায় হতে উঠলো, শুধুই
নিয়তির অভিশাপ ভেবে, করে
দেশান্তর সারাটা জীবন,
হয় উঠে কালান্তরে
পথের মানুষ,
উদ্বাস্তু,
নিজের দেশে, নিজের ভূমির দলিল তারা আর খুঁজেও
পায় না - - -
পায় না - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/