শনিবার, ২৭ মে, ২০২৩

অতৃপ্ত অভিলাষ - -

ওই রেশমী আঁধারে, ঠাহর করা ছিল না 

এত সহজ, ডুবন্ত ঘাটের সিঁড়ি 
ও অজানা নদীর গহ্বর, 
জীবন, শুধুই 
আন্দাজে 
গেছে এগিয়ে, তার প্রেমের গভীরতা - -
রইলো চিরদিনই অবুঝ, ভাবনার 
ওই ভাসন্ত জলীয় লতার 
ভিড়ে, তার বুকের 
মর্ম খুঁজে 
পাই নি কোনো দিন, শুধুই অনুমানিত - -
রইলো ভালবাসা, কখনো সে 
দাঁড়িয়ে হেসে চলেছে 
পুকুর পারের 
ঝোপ -
জঙ্গলে, কখনো দেখি তার খিলখিল ওই - -
উন্মুক্ত পাগল হাসির মাঝে, আমি 
শিশুর মত খুঁজেছি, ঝিনুকে 
জড়ানো জোছনার 
কিছু কণা, 
অথবা 
দৌড়িয়ে গেছি দেখতে মধ্য রাতের - - -
দ্রুতগামী ট্রেন, নিষ্পলক চোখে 
দেখেছি তার সুদূরে ক্রমশঃ 
হারিয়ে যাওয়া, ফিরে 
এসেছি বহুবার 
কুঁড়িয়ে, 
কিছু ঝরা ফুলের সিক্ত অনুভূতি, বসে - -
রয়েছি একাকী, বহুবার পথ 
চেয়েছি, শেষ প্রহরে,
কিন্তু দেখি 
নি - -
শিশির কণার অদৃশ্য বৃষ্টি, চিরদিন এক -
অতৃপ্ত অভিলাষ রইলো বুকে,
চিরদিন সে লুপ্ত রইলো 
কমল কুঞ্জে চাঁদের 
আলোর সঙ্গে 
নিমগ্ন !

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/