Wednesday, 25 August 2010

উদ্ঘোষিত আর্যবৃত

এই ভগ্ন দেবালয়ের প্রস্তর


আবার হউক জাগৃত

গোধুলি তে শঙ্খ ধ্বনি

তুলসী তলে পঞ্চ প্রদীপ

নির্ভয় সান্ধ্য বন্দনা উদ্ঘোষিত আর্যবৃত

...গুঞ্জরিত বিজয় গান

মহাসিন্ধুর উচ্চ তরঙ্গে

ঋচা অভিমন্ত্রিত বহে জ্ঞানামৃত //

- শান্তনু সান্যাল