ত্বম অনিন্দ্য হৃদয় ঢেলে রয় -
সুবাস, জীবনের মোহভঙ্গ বৃন্তে,
নব কল্পনার, কিশলয়ের শীর্ষে
যেন শিশির বিন্দু রয়েছে অস্থির,
পৃথিবীর ক্রন্দন থেমে যায় কিছু
ক্ষণ, ভূগর্ভ দহনের মাঝে,
ভূমিকম্প দেখে রয় অদৃশ্য সপন,
এই সৃষ্টির মধুরিম শয়নে
আমি পুঁতেছি দুর্লভ প্রেমাঙ্কুর,
ঢেলে গেছি আত্ম সুধা বারে বারে
সেই অঙ্কুরিত ভাবনার প্রবাহে
লিখে গেছি ইন্দ্রধনুর গায়ে কিছু
ভালবাসার গান, এঁকেছি মম
কল্পনার মনোরম ভিন্ন পৃথিবী,
এই সুন্দর কৃতির আড়ালে ও
লুকিয়ে রয়েছে বহু মরুভূমি
পরিত্যক্ত বন্ধ্যা বিস্তীর্ণ আকাশ,
যেন হাসতে গিয়ে ভেঙে গেছে
অশ্রু কটিবন্ধ, মণিমুক্ত হার
জীবনের এই আলো আঁধারের
নাগরদোলায়, দুলেছি আপন মনে
বহুবার, ত্বম প্রেমের প্রতিচ্ছায়া
লাগে ভালো, ভুলে রই কিছু পল
দুঃখ বেদন, তারা বলে আমি না
কী অর্ধাংশ মনু গ্রহণ,
ত্বম বর্চস্বমাধুরী, ভরে যায় জীবনে
নানান রঙের কাহিনী, গল্প, উপন্যাস
আমি তোমার প্রনয় কাব্যের পৃষ্ঠে
হয় উঠি স্বর্ণিম বর্ণমালা //
-- শান্তনু সান্যাল