সোমবার, ১১ জুন, ২০১২


নিয়তির বিবেচনা 
জবাবদিহির মঞ্চে তারা ছিল মুখোমুখি; প্রশ্নের 
তালিকা অন্তহীন, সেই শুন্য ধরাতলে 
আনত মাথার মাঝে আপন পর 
সবাই ছিল শামিল, মৌন 
দেবতার পদ তলের 
অর্ঘ্য, তখন 
অর্থহীন, 
নিয়তির দাঁড়িপাল্লার মাঝখানে ঝুলে রয়েছে 
তখন জীবন, ওই সারির মাঝে লুকানো 
মুখের রং ফেকাসে, আন্তঙ্কিত, 
সেই চেহারাটা একদিন 
উত্কট হাসির 
সঙ্গে 
লুন্ঠন করে গেছে নিরীহ মানুষের দেহ, মন যা 
ইচ্ছা তা, ওই বীরব্রতী অশ্বরোহী এক 
দিন উধ্বস্ত করে ছিল দীনহীন 
প্রজার বসতি সেই আজ 
দুই হাত বাড়িয়ে 
অনুকম্পার 
প্রার্থী, 
সে আজ নিরুপায়; মৃত্যুর প্রান্তে খুবই একাকী - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
eclipse - painting by Marina Petro