বুধবার, ২ নভেম্বর, ২০১১


নিখুঁত প্রেমের দাবি 

মাছরাঙা সাঁঝে সে আবার শুধিয়ে গেল 
সে চায় পরিপূর্ণ, ঠাসা এক আস্ত 
ভালবাসা, সেটা কি সম্ভব, 
ভরাট নদীর কূল, কি 
দিতে পারে 
কোনো
জামিন ! তাই বন্ধ চোখে করে গেলাম - 
তার অধর অঙ্গীকার পত্রে 
দস্তখৎ, তার এই ভাবে 
টানাটানি ঘনিয়ে 
আনে জীবনে 
শিথিলতা,
সে চায় শুধুই মধুমাসের উল্লাস, হাসি -
খেলা, তাই কি সব সময় সম্ভব -
তাই অকৃতিম ভাবে দেহে 
লাগিয়ে এসেছি উদ্ভট -
তীব্র গন্ধ, এই 
গন্ধে নাকি 
তার 
প্রাণে,আবেশের ঝরনা বহে যায়, বাহু -
পাশের, মুক্তির আনন্দ কি যে হয় 
সে জানে না, মন উড়ে চলে
 যেন সিগারের ধুম্র 
বলয়ে র পথে
 ক্রমশঃ 
বিলীনতার অভিমুখে, এই আকাশ পথে 
দেখেছি উদাস যেন বসে আছে 
ছায়াপথের তীরে তথাগত !
হাসছে আপনমনে 
তার এই 
হাসির 
মর্মে কত যে পরিতৃপ্তি বোঝা খুবই কঠিন,
তাই বলি হে জীবন আমায় কর 
গ্রহণ সহজ, নিসর্গ ভাবে,
নিখুঁত ভাবে যেন
প্রাপ্তির দাবি, 
প্রতিশ্রুতি, 
আমি দিতে পারব না, দেবতা হতে পারব না.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by - Andy Simmon