শুক্রবার, ১৫ মে, ২০১৫

অনেক দিনের পরে - -

অনেক দিনের পরে হটাৎ আজ, বৈকালিন
বৃষ্টি ! বয়ে আনলো সুদুর হতে কিছু
উটকো স্মৃতি, কিছু ভাসন্ত দ্বীপ
আবার যেন খুঁজে পেয়েছে
হারানো পৃথিবী,
পুনরায় -
জীবন ধরে রাখতে চায় খুব যতনে মুঠোর
মাঝে, তোমার সাবলীল ভালবাসা !
ছাদের কোণে, এন্টেনার গায়ে
সেই ঝুলন্ত ছেঁড়া ঘুড়ি,
দেখি আর নেই,
বোধ হয়
খুঁজে পেয়েছে শেষ মিলনের ঠিকানা, ঠিক
আমরাও একদিন ছিলাম প্রাণবন্ত
দুই নদী, মিলনাতুর, ক্ষিপ্র -
আবেগী, সেটা অন্য
ব্যাপার যে
সঙ্গমের অনেক আগেই, আমরা গিয়েছি - -
শুকিয়ে, কিন্তু সেই মরুধরার নিচে
বিশ্বাস করো, আজও বহে
যায় ভূগর্ভস্থ এক
জলধারা,
দুই বুকের মাঝে ওই অদৃশ্য জগতে আজও
আছে হরিৎ প্রদেশ।

* *
- শান্তনু সান্যাল 
  http://sanyalsplanet.blogspot.in/