শনিবার, ৯ জুন, ২০১৮

হারানো জলোচ্ছ্বাস - -

কলরবের ঠিকানা আজ আর খুঁজে পাবে না,
রাজপথের যত সব বুড়ো বৃক্ষ গুলো
যথাক্রমে ধরাশায়ী, পাখিরা
আর আসে না, জলাভূমির
উপরে প্রোমোটারের
পাহারা, হয়ত
আগামী
দিনে, বিশাল মলের মাঝে ভেসে উঠবে মানুষ
নির্মিত ঝিল, ভেসে উঠবে ছায়াপথের ওই
মিথ্যে প্রতিফলন, নকল উদ্ভিদের মাঝে
রঙ্গীন মাছের আবেগশূন্য খেলা,
প্রেম - অভিলাষ সব কিছুই
থাকবে যথারীতি কিন্তু
হৃদয়ের শূন্যতা
খুঁজে পাবে
না বৃষ্টিতে ভেজা রামধনু, খুঁজে পাবে না অর্ধ
উলঙ্গ শিশুর হারানো জলোচ্ছ্বাস - -

* *
- শান্তনু সান্যাল