শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১


অপ্রত্যাশিত ঘটনা 

কোন অনামা ফুলের চারা সে পুঁতে গিয়েছে 
শৈশবে, সেই কাঁচা মাটির প্রাচীরের 
পার্শ্বে, আজ ও মন খুঁজে অবিরাম 
তার গন্ধ উত্পত্তির বিন্দু, 
সকাল সাঁঝে দেখি 
গাছটি ছড়িয়ে 
চলেছে 
হাত, পা, রং, গন্ধ ! বুকের দপদপানি, মনে 
হয় কে যেন সান্ধ্য প্রদীপ জ্বালিয়ে যায় 
নিয়মিত আবছায়া  অশ্বত্থ গাছের  
তলে, ঝঙ্কৃত হয় উঠে তখন 
দেহের স্থির চেতনা, মনে 
হয়  হটাত সে রেখে 
গেছে অধীর 
অধরের 
উষ্মা, দমকা বাতাসের বেগে, যেন খসকে 
পড়েছে হিরক অঙ্গুরী, ছুঁতে গিয়ে 
প্রণয়ের পরিমল, তার উচ্ছ্বাস !
শিরায় শিরায় জাগিয়ে তুলে 
স্বপ্নের সুপ্ত অগ্নিগিরি,
এমন সময়ে নিশি -
গন্ধার সৌরভ 
অনুঘটক !
ঘটিয়ে যেতে চায় অপ্রত্যাশিত ঘটনা ---

--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/




স্থানান্তরণের আগে 

বাহ্য জগত উন্মাদিত, বিক্ষিপ্ত, পরিপূর্ণ উন্মুক্ত !
"এই নিশুতি রাতের আঁধারে তুমি বা কোন 
মাটির মানুষ কি চন্দনের কাঠে গড়া,
তার বাক্য বাণে নিভানো অগ্নির 
তাপ, বাহ্য হোক কি ভিতরে
মানুষ মানুষের মধ্যে 
প্রভেদ কোথায়,
জন্মগত 
সে বন্য, 
অকর্ষিত, এই যে কিছু ক্ষণের আগে আঁচড়িয়ে 
গেলে স্তন হতে যেখানে ইচ্ছে, হাড়, মাংস 
নাভি চক্র, সম বিষম, আলোকিত 
ঝাপসা, ঠিক গনুহ মৃগের মত,
মহা স্থানান্তরণ, নতুন 
দিগন্তের অভিলাষ,
 নিঃসন্দেহ
এই ব্যাপক স্থানান্তরণের উত্সে আমি ও ছুঁয়ে 
গেছি তোমার ঝুলন্ত কস্তুরীর পত্র্মুলাবর্ত "
সে ক্রমশঃ বলতে বলতে থেমে গেছে !
তার বৃন্তে এখন ফুটে চলেছে 
নিশিপুষ্পের সহস্ত্র কুড়ি 
তৈলাক্ত পল্লবে ঝরে 
থেমে আছে 
শিশির 
বিন্দু,
কম্পিত অধর ধরাতলে ছড়িয়ে আছে মকরন্দ !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
a Lesser Ury paintings