অপ্রত্যাশিত ঘটনা
শৈশবে, সেই কাঁচা মাটির প্রাচীরের
পার্শ্বে, আজ ও মন খুঁজে অবিরাম
তার গন্ধ উত্পত্তির বিন্দু,
সকাল সাঁঝে দেখি
গাছটি ছড়িয়ে
চলেছে
হাত, পা, রং, গন্ধ ! বুকের দপদপানি, মনে
হয় কে যেন সান্ধ্য প্রদীপ জ্বালিয়ে যায়
নিয়মিত আবছায়া অশ্বত্থ গাছের
তলে, ঝঙ্কৃত হয় উঠে তখন
দেহের স্থির চেতনা, মনে
হয় হটাত সে রেখে
গেছে অধীর
অধরের
উষ্মা, দমকা বাতাসের বেগে, যেন খসকে
পড়েছে হিরক অঙ্গুরী, ছুঁতে গিয়ে
প্রণয়ের পরিমল, তার উচ্ছ্বাস !
শিরায় শিরায় জাগিয়ে তুলে
স্বপ্নের সুপ্ত অগ্নিগিরি,
এমন সময়ে নিশি -
গন্ধার সৌরভ
অনুঘটক !
ঘটিয়ে যেতে চায় অপ্রত্যাশিত ঘটনা ---