তোমরা করে যাও অসুরের জয়গান, যারা গর্ভস্থ শিশুর করে হত্যা,
বয়োবৃদ্ধ মহিলাদের করে
অপহরণ, তোমাদের
ওই ঘৃণিত দৃষ্টির
মাঝে তারাই
নায়কের
সমান,
তোমাদের মিথ্যে স্বর্গের পথে অদৃশ্য
নরকের আছে জ্বলন্ত অবস্থান,
মানুষের মুখোশে তোমরা
লুকিয়ে রাখো নর
পিচাশের হিংস্র
মরুদ্যান,
নিরীহ
মানবের রক্তে রাঙ্গা পতাকা হাতে নিয়ে
অশ্বারোহী তুমি বয়ে চলেছো অনন্ত
কালের অভিশাপ, তুমি কোনো
দিনই পাবে না ইশ দর্শন,
তোমার বীভৎস
আত্মা কোনো
দিনই পাবে
না ত্রাণ ।
- শান্তনু সান্যাল