রবিবার, ১৫ জুলাই, ২০১২


অজবীথির দেশে 

জেগে আছে কত ভাবনার কিশলয় পাতা, 
বুকে লয়ে অস্থির শিশির বিন্দু, তার 
প্রণয় পুলকে আছে এক অদ্ভুত 
শিহরণ, ঝঙ্কৃত করে যায় 
হৃদয়ের পলকা ভূমি,
সে যেন অদৃশ্য 
ছুঁয়ে যায় 
অন্তরতমের প্রশান্ত ধরাতল, রেখে আসে 
কিছু বুনো গন্ধ, এক অজানা কচি 
সংবেদন, রেশমি আভাস,
মখমলি স্পর্শে  লিখে 
যায় শরীর ও 
আত্মায় 
সুধা সন্ধানের ঠিকানা, উস্কিয়ে যায় সে 
দেহের সুপ্ত গন্ধকোষ, হৃদয় যেন 
হয় উঠতে চায় কস্তুরী মৃগ,
দৌড়িয়ে যায় অহর্নিশ 
এক লয়ে সুদুর 
সাগর, 
মরু, উপত্যকা, বর্ষাবন, নদী, পৃথিবী 
হতে অজবীথির দেশে - - 

- শান্তনু সান্যাল 
artist Xiamen
http://sanyalsplanet.blogspot.in/