পুনারাবৃতির ধ্বনি - -
নিয়তির সেই বিজড়িত রেখায় খুঁজে গেছি
তার নিগূঢ় প্রতিবিম্ব, ডহর নিঃশ্বাস
ফিরে আসে যেন বাংবার, ওই
অতলে আছে মায়াবী এক
নগর, গ্রাস করে যায়
অস্তিত্ব হতে পূর্ণ
প্রতিচ্ছায়া,
কিসের লাগি আসক্ত জীবন, সন্ধান করে
বিস্মৃত ঠিকানা, কিসের মোহে খুঁজে
অন্ধ ভালবাসা, সব কিছুই
যখন সাময়িক কেন
মন চায় স্থায়ী
আবাস,
না তুমি আছো নিকটম, না আমি আছি
আশেপাশে, কিসের আকুলতা, ভরে
যায় অভিলাষী কুম্ভ; চলকে
যায় আত্মীয়তা তবুও
বারে বারে নেত্র
কোণ হতে,
না অশ্রু, না শিশির বিন্দু শুধুই পুরাকথার
পুনারাবৃতি - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/