সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

অসমাপ্ত অন্বেষণ - -

আজ বিকেলে ঠিক সূর্যাস্তের পরে সে রেখে 
গেছে হালকা আঁধারে, এক ঝিলিক 
হাসির সঙ্গে নিশিপুষ্পের  
গন্ধে মিশানো 
আগামী 
দিনের পুনর্মিলনের প্রতিশ্রুতি, তার সঙ্গে 
দিয়ে গেছে গোটা জীবনের অনন্ত 
জাগরণ, অশেষ মন্থর 
দহন, অভিশাপ 
কি স্বর্গসুখ !
এখন 
শেষ প্রহরে দেহভস্মের নিচে বিহান খুঁজে, 
অভিলাষের নিবন্ত আবেশ কণা,
ওই সন্ধ্যা ও সকালের 
মাঝে বহে গেছে 
যামিনী 
নামক অধুনালুপ্ত নদী, ইতিহাসের পৃষ্ঠে -
তার কোনো উল্লেখ নাই, এখন 
শুধুই সে এক বিস্তৃত বালু 
চর, ফেলানো রয়েছে 
গায়ে জড়িয়ে 
রুক্ষ 
পাথর, কিছু নাগফণীর ঝোপ, সরীসৃপের 
পুরাতন রঙ্গ বিহীন আঁশের খোল !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by HERMANN OTTOMAR HERZOG