বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

পরিতৃপ্তি - -

না - -  বেঁধ না, নয়ন পিঞ্জরে চিরস্থায়ী ভাবে !
আমি আজন্ম বিমুক্ত পাখি, কোনো 
রকমেই বন্দিশালার শিকলে 
আটকিয়ে থাকব না !
আমার যাত্রা 
অন্তহীন,
ঠিকানা বিহীন, তোমার আসক্তি দেহ যাবৎ - 
দেহের বাইরের অদৃশ্য জগত চেনা 
খুবই জটিল, রক্ত মাংসের 
কাঠামোর মাঝে 
তুমি খুঁজ 
আনন্দ অশেষ, আমার বাসনা আকাশ পারের 
সৌন্দর্য্য বিশেষ, একটানা সুদূরের উড়ান,
সহজ কোথায়, অম্বর ও পৃথিবীর 
বাস্তবে পুনর্মিলন, তোমার 
আধিপত্য শুধুই 
শরীরের 
অঙ্গ প্রতি অঙ্গে, আমার পরিতৃপ্তি স্পন্দনের 
সমাগমে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
julie gilbert pollard-artwork big