শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

আলোর প্রান্তরেখা - -

ছারখার পুরাতন ঐতিহ্য, বর্ণশুন্য প্রাচীর -
জীর্ণ - শীর্ণ রাজপথ, তাদের মাঝে
কোথায় যেন, নিঃশ্বাস ফেলে
যায় এক ফালি সন্ধ্যার
আলো, সেই
ভাঙন
ভরা সেঁতসেঁতে গলির কোণে, দাঁড়িয়ে রয় -
সে এক মানুষ কি প্রতিচ্ছায়া ! বুকে
জড়িয়ে প্রেমের প্রতিশ্রুতি,
যদিও সময়ের স্রোতে
বহে গেছে রং
রূপ -
অনেক কিছু, বদলায় নি তার অনিবার পথ
চাওয়া, তার বুকের গভীরে আজ ও
বেঁচে আছে, চিরায়ত প্রণয়ী
তরঙ্গ, ভরে যেতে
চায় অবিরাম
ভাবে,
তৃষিত নয়নে, সজল স্বপনের আর্দ্রতা, কিছু
জোনাকির আলোর প্রান্তরেখা - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
bougainvillea emotion