সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

আলো আঁধারের মাঝে - -

আলো আঁধারের মাঝে কিছু ভেসে ওঠা 
রঙের খেলা, তার আনত চোখের 
নীচে, প্রগাঢ় অভিলাষের 
জোনাকিরা খুঁজে 
বেড়ায়,
নিরিবিলির বুনো ঝোপ, কিছু আখেটক 
অদৃশ্য পরশ, ছুঁতে চায় হৃদয়ের 
নরম পৃষ্ঠতল, কুয়াশাবৎ 
অন্ধকারে সে 
ক্রমশঃ  
ধরে রাখতে চায় বুকের খুব কাছাকাছি,
তার নিঃশ্বাসে আছে, উন্মাদিত 
অরণ্য ফুলের সম্মোহন,
সমস্ত অস্তিত্ব 
তখন 
খুবই অসহায়, মাঝি বিহীন ভাবনার - -
নৌকো, ডুবে যেতে চায় এমন 
সময়ে, ঠিক তার বুকের 
মাঝ তরঙ্গে, পূর্ণ
উৎসর্গে,

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
art by michael jehn