সাঁঝের এক পশলা বৃষ্টির রূপে, যদি
আচমকা যেতে ভিজিয়ে, দীর্ঘ
কালীন উপেক্ষিত মনের
প্রান্তর ফিরে পেত
উর্বরতা,
জীবনের বৃষ্টি ছায়ার প্রদেশে এখনো
কিছু অরণ্য পুষ্পের চারা
আছে আশান্বিত !
কিছু ঘুমন্ত
স্বপ্ন
চায় শেষ প্রহরের জাগরণ, কিছু -
ঘনীভূত বুকের নিঃশ্বাস চায়
পুনরায় বিগলন, কিছু
অভিলাষের বীজ -
কণা, তপ্ত
মাটির
তলে পুনরপি চায় অঙ্কুরণ, জানি -
তোমার নয়নের আলোয়
লুকিয়ে আছে কিছু
পূনর্জীবনের
মন্ত্র !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
soft-quilted-tulips-kathy-braud
আচমকা যেতে ভিজিয়ে, দীর্ঘ
কালীন উপেক্ষিত মনের
প্রান্তর ফিরে পেত
উর্বরতা,
জীবনের বৃষ্টি ছায়ার প্রদেশে এখনো
কিছু অরণ্য পুষ্পের চারা
আছে আশান্বিত !
কিছু ঘুমন্ত
স্বপ্ন
চায় শেষ প্রহরের জাগরণ, কিছু -
ঘনীভূত বুকের নিঃশ্বাস চায়
পুনরায় বিগলন, কিছু
অভিলাষের বীজ -
কণা, তপ্ত
মাটির
তলে পুনরপি চায় অঙ্কুরণ, জানি -
তোমার নয়নের আলোয়
লুকিয়ে আছে কিছু
পূনর্জীবনের
মন্ত্র !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
soft-quilted-tulips-kathy-braud