শনিবার, ১২ এপ্রিল, ২০১৪

দেয়ালের গায়ে - -

কিছু স্মৃতির ছায়া ঘিরে রয় পার্শ্ববর্তী 
দেয়ালে, কিছু ভালবাসার ছবি 
অ্যালবামের বাহিরে 
খুঁজে সতেজ 
নিঃশ্বাস,
অরণ্য নদীর কিনারা ছিল হয়' ত - -
তাদের অনুরাগের সীমানা,
গ্রীষ্মকালের শিখরে 
ক্রমশঃ গেছে 
সঙ্কুচিত
হয়ে, অভিযোগের কারণ এই মুহুর্তে 
কিছুই নেই, কপালের ভাঁজে 
গেছে গুটিয়ে, সমস্ত 
কুটুম্বিতার 
দাবি !
ধরে রাখতে চেয়ে ছিলাম খুব করে, 
বুকের অভ্যন্তরে, তাদের ওই 
তথাকথিত ঘনিষ্ঠতা,
শীতের কচি 
রোদের 
মত কবে যে উধাও নিজেই জানি না, 
খোলা করতলে ছিল কেবল কিছু 
জোনাকির উজ্জ্বল ছাপ, 
আঙ্গুলের ফাঁক 
হতে 
বোধ হয় বেরিয়ে গেছে আলোর - - 
পাখি ডানা মেলে, বহু দূর 
কুয়াশা ভরা অরণ্য 
পথে, 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
memory on wall