রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

হার মানবো না কোনো দিন

যখন তারা কেড়ে নিয়েছ খাতা কলম
পাথরে লিখে গেছি জীবনের
কাব্য, অবহেলার পথে
দাড়িয়ে স্বীকার
করেছি
প্রতিযোগিতা, যখন তারা পুড়িয়ে
গেছে আমার বাসার ছাদ,
হয় ত সে রাতে আমি
ঘুমোতে পারি নি,
কিন্তু দেখেছি
নতুন
ঘরের স্বপ্ন, দহন নিয়ে বুকে খুঁজেছি,
স্থায়ী আচ্ছাদন, তাদের তুচ্ছ
দৃষ্টি উঠিয়ে এনেছে
আমায় শীর্ষে,
হার মানি
নি
কোনো ভাবে, প্রতি মুহূর্তে জ্বলে উঠেছি
ছাইর বুক হতে অঙ্গারের রূপে,
তাদের অট্টহাসের মাঝে
সন্ধান করে গেছি
হারানো মূল্য,
জীবনের
অর্থ, 
খাঁটি সোনা হতে চেয়েছি আমি, তারা
ধূমিল করতে পারি নি অস্তিত্ব,
তাপ্পি ভরা আবরণে
সাজিয়েছি
স্বপ্নের
রেশমী সুতায় আঁকা বাঁকা রাফু, আড়ালে
যেতে চায় নি, ভিজেছি অসহায়
বৃষ্টির অঝর ধারায়, কড়া
নাড়া দেয় নি আশ্রয়
স্থলে, ভালো
ভাবে
বাঁচার জেদ আমার ছিল বন্ধু, নিয়তির
কান্না করি নি কোনো দিন, লড়ে
গেছি জীবনের সঙ্গে অনবরত,
তাদের ভবিষ্যদ্বাণী ছিল
মিথ্যে, প্রমাণ করে
গেছে আমার
পুরুষার্থ,
সফলতার মাপদণ্ডে হয় ত আমার স্থান
সীমিত, কিন্তু মনের প্রাঙ্গণে সে
অসাধারণ, তাদের হাসির
মাঝে এখন ঈর্ষার
ক্রন্দন, কিংবা
ভুল
ভাঙনের প্রায়াশ্চিত, কিন্তু আমি একগুঁয়ে
হার মানবো না মৃত্যু পর্য্যন্ত - - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

রিক্ত অঞ্চল যখন আকাশ 

সেই গুহার ভিতরে গুহার অনুক্রম অশেষ 
নিয়ে চলে অন্তভৌম পথে নিরন্তর,
নজিরবিহীন জগতে, জানি 
মরিচিকার ওই কল্পিত 
বিন্দুর বিম্বে তুমি 
হাসো উন্মুক্ত 
ভাবে, 
নিশীথ রাতের নিরবতা ভেঙে, ফেকাসে 
চাঁদ হটাত তখন উজ্জ্বল, আমি 
ভুলতে চাই, সমস্ত জয় 
পরাজয়ের আকলন,
ঘাত প্রতিঘাতের 
তীব্রতা, প্রেম 
ও ঘৃণার 
সেই 
সূক্ষ্ম বিভাগ রেখায়, তোমার স্পর্শ রেখে 
যায় চুপি চুপি কিছু তাম্রবরণী ফুল 
নকল কি আসল, ধরা মুশকিল, 
কিন্তু জোছনার আলোয় 
তারা হয় উঠে
রজতনিভ, 
তখন দেখি হৃদয় সেজে চলেছে একছত্র 
অধিপতি, তুমি বাড়িয়ে চলেছ 
দুই হাত নিয়ে কৌস্তুভ মণি
খচিত কিরীট, সেই 
অভিষেকের 
লগনে 
জীবনের সাম্রাজ্য  ভরে চলেছে মরুভূমির 
শুন্যতা, অনুর্বর, পরিত্যক্ত ভূভাগ 
ভিজে চলেছে ভাবনার মেঘে, 
আমি তখন চির ঋণী 
চোখে চেয়ে রয়েছি 
অবাক তোমার 
প্রতিদান, 
আমার রিক্ত অঞ্চল হয়ে উঠেছে অকস্মাত 
তারক ভরা নীলাকাশ !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artwork of Karen Ku - Dany's Flowers


কুয়াশাচ্ছন্ন আকাশ পথ 

এত কাছে সে রয়েছে, নিঃশ্বাসের তরঙ্গে 
দেহের ঊষর জমি টেনে রাখতে 
চায় মেঘের পরিপূর্ণ আর্দ্রতা,
শ্রাবণের অবাধ বর্ষণ,
তবু যেন মনে হয় 
ঘোলাটে 
আলোয়, হৃদয়ের মাঝে, জর্জর সাঁকোর 
প্রান্ত স্তম্ভ হারিয়ে চলেছে ক্রমশঃ 
পায়ের মাটি, স্পন্দনের
সেই চিত্র লেখে 
আমি ধরে 
রাখতে 
চাই প্রাণপণে তার বিস্ফুরিত ভালবাসা, 
কম্পিত আলেয়া ধীরে ধীরে গ্রাস 
করে চলেছে দেহের অধিকাংশ 
ভাগ, এই ভাবে গ্রহনের 
প্রচ্ছায়া মোহিত করে 
থাকে জীবনের 
গ্রহ উপগ্রহ,
তার অন্তিকে সারা রাত, নির্বাক পড়ে থাকে 
প্রণয়ের গভীর আগ্নেয়গিরি,অর্ধ সুপ্ত 
অর্ধ জাগা, তার সংকেতে ওঠে 
অগ্নিশিখা কখনো অনুগ্র 
আবার অনেক সময় 
বিস্ফোরণশীল,
শিশির বিন্দু 
কিংবা
শেষ প্রহরের ছিঁটে ফোঁটা সেই দহনে যায় 
হারিয়ে, যেমন বিহানের কুয়াশা   
ঢাকা ক্ষিতিজে, সূর্য্য খুঁজে 
পায় না আকাশ পথ, 
তার অন্তরঙ্গে 
আমি খুঁজি 
অস্তিত্বের অর্থ, প্রেমের পরাকাষ্ঠা, পুনর্জন্ম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/