বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

নিঃশর্ত বিরতি - -

এ কেমন অন্তরাল কয়েক দশকের, যদিও -
তুমি আছ এক হাতের দূরুত্বে, না 
তোমার বুকে কোনো 
অপ্রত্যাশিত -
সংবেদন !
না আমার হৃদয়ে পরশের আকুল আকাঙ্ক্ষা,
শুধুই ভাসা - ভাসা চাহনি, শীতের যেন 
পড়ন্ত বেলা, কাগজফুলের লতা 
জড়িয়ে রাখতে চায় 
অনিচ্ছায়
নরম রোদের ক্ষণিক উষ্মা, মাত্র এক নীরব 
লৌকিকতা,পরকীয় গন্ধের আভাস,
হয় ত তোমার চোখে এখন 
অজানা আগন্তুকের 
কুহক জেগে 
আছে, অথবা আমার বক্ষ:স্থলের চেনা দাগ 
উঠে চলেছে ক্রমশঃ, এক বিরোধাভাস 
অদৃশ্য ভাবে ভেসে উঠতে চায় 
দু জনের মাঝে, মৌন 
বিরক্তি যেন 
মুখর, 
তোমার প্রশ্নে লুকিয়ে আছে কোথায় যেন -
মুক্তির উপায়, আমার উত্তরে জমে 
আছে বিন্দু বিন্দু অভিলাষের 
মেঘ কিন্তু সেটা অজানা 
ঊষর ভূমির জন্য, 
পরস্পরের 
মুক -
দ্বন্দ্ব, না তুমি চাও জানতে, আনুগত্যের 
সংজ্ঞা, আর আমি ও কোথায় চাই 
অগ্নি পরীক্ষা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art of unknown source