আত্ম বৃত্তের বাইরে বেরিয়ে এসে দেখি,
অনেক কিছু এখনও অনাবিষ্কৃত,
বহু গন্তব্য এখনো চেয়ে
আছে প্রথম পদ -
ক্ষেপের
দিকে, আকাশ ও পৃথিবীর মাঝে যেন
এক নীরব চুক্তি ভেসে চলেছে
যুগ যুগান্তর ধরে, বন্য
ফুলের উন্মুক্ত
উপত্যকা
হতে
ধুসর মরু প্রান্তরে, জীবন করে যায় -
অশ্রান্ত ভাবে অন্তহীন যাত্রা,
অরণ্য নদীর বুকে ওই
ঝুলন্ত সাঁকোর
উপরে,
সময়ের রোদ ছায়া লিখে যায় কিছু -
মৌন ইতিহাসের তালিকা,
হয় 'ত অদৃশ্য ক্রমে
কোথাও যেন
লিপিবদ্ধ
আছে,
তোমার আমার আবছা বিহানের - -
আলোয়, যুগপৎ হেঁটে
যাওয়ার বৃতান্ত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by luis aston
অনেক কিছু এখনও অনাবিষ্কৃত,
বহু গন্তব্য এখনো চেয়ে
আছে প্রথম পদ -
ক্ষেপের
দিকে, আকাশ ও পৃথিবীর মাঝে যেন
এক নীরব চুক্তি ভেসে চলেছে
যুগ যুগান্তর ধরে, বন্য
ফুলের উন্মুক্ত
উপত্যকা
হতে
ধুসর মরু প্রান্তরে, জীবন করে যায় -
অশ্রান্ত ভাবে অন্তহীন যাত্রা,
অরণ্য নদীর বুকে ওই
ঝুলন্ত সাঁকোর
উপরে,
সময়ের রোদ ছায়া লিখে যায় কিছু -
মৌন ইতিহাসের তালিকা,
হয় 'ত অদৃশ্য ক্রমে
কোথাও যেন
লিপিবদ্ধ
আছে,
তোমার আমার আবছা বিহানের - -
আলোয়, যুগপৎ হেঁটে
যাওয়ার বৃতান্ত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by luis aston