বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

উজানের দেশে - -

আঁধারের বুকে ও দেখেছি ভেসে উঠতে 
জীবনের নব কল্পনা, সমস্ত ব্যথা -
বেদনা ভুলিয়ে পুনরায় 
বিহানের দিকে 
এগিয়ে 
যাওয়া, বহুবার নিয়তি গেছে মিটিয়ে -
সুখের রেখাঙ্কন, বহুবার এঁকেছি 
স্বপনের পরিকল্পনা, যেখানে 
ছিল পথের শেষ, ওই 
উপত্যকার 
প্রান্তে 
খুঁজে পেয়েছি লুকানো এঁদো গলি, সেটা 
ছিল তোমার চোখের মায়াভরা 
আশ্রয়স্থল অথবা কোনো 
অদৃশ্য পান্থশালার 
ঠিকানা !
জানি না সঠিক, তবুও কোথায় থেকে 
হারানো নৌকা দেখি রয়েছে 
জীবন নদীর তীরে !
যথারীতি 
অস্থির নিয়ে যেতে চায় পুনরায় কোন -
উজানের দেশে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
floating feeling