শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

ওই ঝরন্ত অশ্রুক্রমে - -

ওই ভাবনার অনুক্রমে অনেক কিছুই  
উদ্ভাসিত, আবার বহু বাসনা 
খুঁজে পায় না পুষ্পিত 
হবার ঠিকানা,
তোমার 
আমার মনের অনুষঙ্গ ছাড়াও অনেক 
কিছু আছে পৃথিবীতে, হৃদয় 
চায় শুধু এক তদন্ত 
চোখ, দেখেছি 
বহুবার 
ওই ঝরন্ত অশ্রুক্রমে কত অনুপায় - - 
মুহুর্তগুলো চায় বেঁচে থাকার 
মিথ্যে উপায়, জীবনে 
সব কিছু মনের 
অনুরূপ 
কোনো দিনই ঘটে না, দুঃখ সুখের - -
এই পরম্পরা বাইরে কেউ 
নয়, শুধুই অনুক্রমে 
অস্থায়ী ভাবে 
আটকিয়ে 
থাকার প্রয়াস মাত্র, অপ্রত্যাশিত এক 
সুরভিত খামের উড়ন্ত আগমন 
যদি ঘটে - - 

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist karin novak neal