এ কেমন অগভীর ঘুম, হেঁটে চলেছে -
জীবন যেন আকাশগঙ্গার
উপরে, অবিরাম
ভেসে, না
দেহের
চিন্তা, না প্রাণের অনুরক্তি, কার মোহে
উন্মাদ অনুধাবন, এ কেমন
নিশীথ ডাক, নিঃশব্দ
কিন্তু করে যায়
ঝঙ্কৃত
অন্তরতম, এ কিসের মায়াবী ছায়া -
বশীভূত করে যেতে চায়
রাগ অনুরাগ, হাসি
কান্না, নিমজ্জন
কখনো
শুন্যে ভাসা, এ কেমন প্রেমের আগুন
অদৃশ্য দহনে পুড়িয়ে যায়
সব কিছু অস্তিত্ব
উঠে চলেছে
ধুম্র পথে,
এ কোন মহাকায় মাকড়সার জাল, -
স্বপ্নগুলো ঝুলে রয় শিশির
কণার রূপে, মিথ্যে
ও সত্যের
ভিড়ে
হৃদয় খুঁজে কার অসীম ভালবাসা, এ
কেমন অগম পিপাসা, দাঁড়িয়ে
গভীর সরসীর তীরে
চেয়ে রয় অতৃপ্ত
চোখে ঢেউর
ভেঙ্গে
যাওয়া, এ কেমন আত্ম পরিক্রমা, চার
দিকে যখন দাবানল, খুঁজে
হৃদয় কস্তুরী গন্ধের
চক্রনাভি - -
* *
- শান্তনু সান্যাল