শনিবার, ২৭ জুলাই, ২০১৩

স্ব জ্বলনের সুত্রপাত - -

মরু বৃষ্টি ছিল তার অপ্রত্যাশিত ভালবাসা, 
ভিজিয়ে গেছে জীবনের পরিত্যক্ত 
বালিয়াড়ি নিমিষে ! নিঃশ্বাস 
ওঠে বুক হতে অথবা 
বাষ্প কুয়াশা !
তার 
যাওয়ার পরে দেখি চার দিকে ঘনিয়ে আছে 
নীলাভ অন্ধকার, কিছু সুরভিত পরশ 
জড়িয়ে আছে সারা দেহ জুড়ে,
মিহি রেশমী সুতোর -
বাঁধনে সে 
যেন 
বেঁধে গেছে খুবই দক্ষ হাতে, অনুরাগের - - 
অদৃশ্য মায়াজাল, দিয়ে গেছে নীরব, 
মধুর দহনের বরদান ! তার 
প্রেমের শিখায় এখন 
জ্বলবে অস্তিত্ব 
সারা 
রাত, জীবনে স্ব জ্বলনের সুত্রপাত - - - - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

art unknown source pestel painting