পূর্ণ মুখরিত তার প্রণয়ের মধুর ধ্বনি, ভেসে
ARTIST TONY GORTE.jpg moonlight love
যায় নদীর ধরাতল হতে আকাশ পথে,
চন্দ্রালোকিত সেই মুহুর্তে জীবন
হারিয়ে যেতে চায় অনন্য
অলৌকিক জগতে,
ওই শব্দের
মাঝে সমাহিত চির শান্তির বার্তা, আপন পর
ভুলিয়ে শুধুই মানুষের কথা, না নারী
না পুরুষ, ওই অভিন্ন রূপে
জেগে রয় অদৃশ্য
এক সত্তা !
দ্বৈত অদ্বৈত, আকার নিরাকার, শুন্য ঝঙ্কৃত
সমস্ত বিরোধাভাস যেখানে অর্থহীন,
ময়ুর সিংহাসনে তখন এক
মাত্র পবিত্র ভাবনা
বিরাজমান !
অণু পরমাণু, ক্ষুদ্র কণা, সকল জীব নির্জীব
অংশে কেবল মাত্র তার প্রতিচ্ছায়া !
* *
- শান্তনু সান্যাল
ARTIST TONY GORTE.jpg moonlight love