কি যে তুমি চাও সব কিছু পাওয়ার পরে
প্রায়ই ভাবে, হৃদয়ের চিত্রলেখ, ওই
আবেশ বিন্দুর সমীকরণ -
কেন যে এত
জটিল !
চলকে পড়ে পানপাত্র তবুও অভিলাষের
মন ভরে না, তোমার অন্তহীন
দাবি, উজাড় করে এই
ভাবে ভাল বাসা !
সজ্ঞাহীন
করে যায় জীবনের সংবেদন, জড়িয়ে -
রয় দেহ ও প্রাণে এক অদৃশ্য
সম্মোহন, যেন মায়াময়
মধ্য রাতে সহসা
খুলে পড়ে
রহস্যময়ী প্রণয় গ্রন্থী, নিঃশ্বাসের সঙ্গে
ভাসে বন্য সুরভি, ভাবনার
পুংহরিণ উন্মত্ত ধেয়ে
যায় জীবান্তকের
মুখোমুখি !
বারংবার বুকে বিঁধিয়ে বিষাক্ত তীর -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/