শুক্রবার, ৯ মার্চ, ২০১২


কল্পনার বাহিরের চাহিদা 

এই উচ্ছাসের কোনো সীমাবদ্ধতা নাই অসীম 
প্রবাহে গড়িয়ে যেতে চায় ভাবনার ধারা, 
দুই স্রোতের মিলন বিন্দুর আগে ও 
আছে বিস্তীর্ণ এক জলাধার,
সে বিশ্বাস করে না, 
তার গন্তব্য 
শুধুই 
বহিরাগত সংযুক্তি, চার পাঁচিলের মধ্যে -
শ্বাস বিনিময়, নির্জীব পাথর হয় 
স্থির পড়ে থাকা, অনুপায়
পরস্পর কে সহ্য 
করা, 
জীবনের মূল্য যেন বৃষ্টি ছায়ার অবাঞ্ছিত 
প্রান্তর চেয়ে থাকে উদাস চোখে,
জানালার বাইরে জলভরা 
মেঘের দেশান্তরী  
পলায়ন, 
পার্থিব দেহ চায় অবিরত বৃষ্টি, অতিরিক্ত 
চাহিদা জাগিয়ে  যায় মায়াবী তৃষ্ণা, 
অস্তিত্ব তখন আদিকালীন 
অগ্নিশিখা, হাজার 
হাজার বর্ষার 
পথ 
চেয়ে বসে থাকে, ভুমিকম্পিত ফাটলের  -
মাঝখানে অসহায় একাকী,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/