রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

বিন্দু বিন্দু ভালবাসা - -

প্রমাণ দিতে পারি নি হৃদয় আমার, তার বিদেহী 
ভালবাসা রয়ে গেছে অজানা, অপরিচিত !
অগীত কবিতার বুকে বিস্মৃত লিপির 
সাথে চিরস্থায়ী একাকী, নিভৃত  
মঠের যেন সন্যাসী, চেয়ে 
রয় পুবাল আকাশের 
বিলুপ্তির পথের 
ধুমকেতু !
অবাক চোখে সরে চলেছে তখন ব্রহ্মাণ্ডের সমস্ত 
গ্রহ উপগ্রহ, সেই শুন্যের মায়াভরা জগতে, 
খুঁজেছি বহুবার তার নিঃশব্দ হাসির 
অনুবাদ, কম্পিত অধরের অর্থ,
আনত চোখের পাতায় 
ভেসে ওঠা শিশির 
সম সজলতা !
বিন্দু বিন্দু আলোর নির্ঝর ঝরে চলেছে যখন -
তার নয়ন হতে, ছুঁতে পারি নি কোনো 
ভাবে জীবন নৌকা, সুদূরে সরে 
গেছে ধীরে ধীরে দিগন্তের 
কড়া নাড়ার শব্দ, 
বিহানের 
দ্বারে,
রাত দাঁড়িয়ে রইলো অনেক ক্ষণ নিয়ে শিহরিত 
হাতে নিশিপুষ্পের ফেকাসে তোড়া - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
knock