বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১


শীর্ষক বিহীন  
মরচে পড়া দর্শন বুকে জড়িয়ে 
যাও এগিয়ে যত দূর পারো - 
খোলা আছে স্বর্গের দ্বার, রক্তের 
রঙ্গে সাজানো সিংহাসনে কি 
আছে সে পরম সত্য আসীন !
হয়ত প্রফুল্লিত চেয়ে রয়েছে মর্ত্য 
লোকের চিত্কার, অশ্রুধার, 
ছড়ানো ছিন্ন ভিন্ন দেহের কম্পন,
লিখে রেখো হিংস, ঘৃণিত ইতিহাস 
ওই তথাকথিত পবিত্র স্থানে ,
নিষ্পাপ আত্মার আশির্বাদ রয়েছে 
তোমার শীর্ষে, করে যাও ধ্বংস 
এই বিশ্ব, অন্তরিক্ষ, চাঁদ, সূর্য্য, 
করো অমরত্ব পান, হয়তো সে
 নিরাকার  ব্রহ্ম হবে আনন্দিত 
দেবে তোমায় অভয়দান, ফিরে পাবে 
পুনঃরায়ে বন্য বর্বর জীবন !
হয় ত হবে এক দিন শাপমুক্ত --
-- শান্তনু সান্যাল