এ কেমন ধোঁয়াটে আভাস ঘিরে
চলেছে বাহির অন্তরে, এ
কেমন ভালবাসা
ভাঙে গড়ে
বুকের
অভ্যন্তরে, বারংবার ভাবনার - -
যাজকপল্লী, দেহের সমস্ত
পাত্র যখন রিক্ত,
ছড়ানো
এলোমেলো চার দিকে, এ কেমন
অমৃত পেয়ালা, অকস্মাৎ
ছুঁইয়ে ঠোঁটে, ধরে
রাখতে চায়
উড়ন্ত
প্রাণের পাখি নিজের দখলে, এ -
কেমন অদৃশ্য রেশমের দড়ি
বেঁধে চলেছে হৃদয়ের
কোমল স্পন্দন,
এ কেমন
মায়াবিনী কুহেলি, ঘিরে চলেছে
ত্রিকালের ইতিহাস, শুন্যে
পুনরায় ভেসে উঠতে
চায় নতুন
সৃষ্টি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
beeauty of dark
চলেছে বাহির অন্তরে, এ
কেমন ভালবাসা
ভাঙে গড়ে
বুকের
অভ্যন্তরে, বারংবার ভাবনার - -
যাজকপল্লী, দেহের সমস্ত
পাত্র যখন রিক্ত,
ছড়ানো
এলোমেলো চার দিকে, এ কেমন
অমৃত পেয়ালা, অকস্মাৎ
ছুঁইয়ে ঠোঁটে, ধরে
রাখতে চায়
উড়ন্ত
প্রাণের পাখি নিজের দখলে, এ -
কেমন অদৃশ্য রেশমের দড়ি
বেঁধে চলেছে হৃদয়ের
কোমল স্পন্দন,
এ কেমন
মায়াবিনী কুহেলি, ঘিরে চলেছে
ত্রিকালের ইতিহাস, শুন্যে
পুনরায় ভেসে উঠতে
চায় নতুন
সৃষ্টি !
* *
- শান্তনু সান্যাল
beeauty of dark