সারাটা সময় সে চুপচাপ ছিল, কখনো চেয়ে
রইলো ডুবন্ত সূর্যের উদাস লালিমা
আর কখনো ক্রমশঃ শুন্যে
হারানো নৌকার
ছায়াময়
ভাসান, তার হৃদয় স্পন্দনের ধ্বনি মাঝে
ছিল কিছু চাপা পরকীয় গন্ধ অথবা
ভাঙনের পূর্বের মাটি ধ্বসে
যাওয়ার মৌন জ্ঞাপন,
নিঃশব্দ, শপথ -
মালার
ভেঙে যাওয়া, নদীর অসময়ে তীর বদলানো,
হঠাৎ বুকের উপরে বালুকা দ্বীপের
ভেসে ওঠা, জলধারার দুই
ভাগে বিভাজন, কিছু
জানার আগেই
নীরব
চোখে বুঝিয়ে দেওয়া, এখানেই শেষ মিলন -
বিন্দু, এর পরে দুজনের পথ বিপরীত
দিকে অগ্রসর, আমি কত দূর
তাকে চিনলাম বা সে
হাত ধরে,
ব্যথাভরা কৌতুহল খুঁজে পাই নি, কোনো - -
দিনই কোনো উত্তর, যেন এক অদৃশ্য
সন্ধির সাথে সন্ধ্যার সমাপন,
এখন রাত্রির মর্ম যার
যেমন, মায়াবী
পুষ্পশয্যার
উপরে বা বাস্তবিক শূলের মাঝে নিশিপালন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Jamie Weil