বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২


আয়ত্ত ঘূর্ণি ঝড়

তার আকুলতার গভীরে ছিল প্রলয়ের নিঃশব্দ আগমন,
মেঘ বাদল বিহীন কাল বৈশাখী,পাখিরা ও বুঝতে 
পারি নি নীল স্রোতের বিস্ফোরণ, উড়তে না 
উড়তেই গেছে হারিয়ে আকাশপথ, ফিরে 
এসেছে বারংবার সাগর তীরে, বিবশ 
লুটিয়ে পড়েছে উচ্চ তরঙ্গে, সেই 
রাতে যখন বুকের মাঝে 
তার ঘনিকৃত বাঁধ 
গেছে ভেঙে,
জীবন তখন হয় উঠেছে পরশ পাথর, পুনর্লিখনের 
সেই বেলায়  নিয়তি যেন শব্দহীন, খুঁজে 
চলেছে অহংকারের কালি, ভাঙা
ডগার কলম, লিখতে পারি 
নি কোনো ভাবে ভাগ্য 
লিখন, তাদের ওই 
মিলন বিন্দু 
তে দেখি ছড়িয়ে রয়েছে জোছনার সান্দ্র আলোর 
স্তর, ঘনীভূত নিঃশ্বাসের কুয়াশা  ভেসে 
চলেছে ক্রমশঃ নদীর মোহনা হতে 
মহাসাগরের মধ্য জলপ্রবাহে, 
ভেসে  উঠছে তখন
সিক্ত বিহান 
অধরের  দুই  আর্দ্র, নিথর পরিতৃপ্ত বালুকা বেলায় !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Waves painting by Dara Thaitanunde