বুধবার, ৯ আগস্ট, ২০২৩

পারদর্শী দেহের জগৎ - -

অকস্মাৎ উধাও যখন বুড়ো বট গাছের 
দীর্ঘ ছায়া, ঘাটের নীরবতা যায় 
বেড়ে, সূর্যের গায়ের 
রং ভেসে রয় 
নদীর 
বুকে, এমন সময়ে জীবন দাঁড়িয়ে রয় - 
একাকী, সন্ধ্যা নামার সাথে,
অপেক্ষার আঁধার ঘনিয়ে 
ওঠে ভীষণ ভাবে, 
ফিরতি 
অন্তিম নৌকার আভাসে, নিঃশেষিত - -
নিঃশ্বাস, খুঁজে নিবন্ত আলোর 
পুনর দহন, তোমার 
বুকের বিলুপ্ত 
মরুদ্যান, 
অশ্মীভূত আবেগের পুনর্জীবন, মধুর - -
দেহান্তরে মাঝে জীবন চায় -
পুনরায় সমর্পণ ! এক 
রাতের অনুদান,
ভাসিয়ে 
দিতে চায় মন সমস্ত অগভীর নোঙ্গর - -
স্থান, খুলে ফেলে দিতে চায় 
সব বাহ্য আবরণ !
পারদর্শী 
দেহের সঙ্গে জীবন চায় তার শাশ্বত - -
অনুপ্রবেশ - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 12