বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

অর্ধ সুপ্ত নদী - -

কোনো দিন যদি, নির্লিপ্ত সাঁঝে একাকী,
উদাসীন কোনো এক মুহুর্তে, যদি 
কুড়িয়ে পাও হঠাৎ আমার
কবিতার ছিন্ন পাতা, 
পড়তে ভুলো 
না  যেন, 
উঠিয়ে রাখবে কি না রাখবে সেটা - - 
তোমার নিজস্ব ব্যাপার, কত 
রঙীন পালক, কত শুষ্ক 
ফুল, বুকে জড়িয়ে 
রাখে জীর্ণ 
সময়ের বই, হয়ত মনের কোণে আজ 
ও বহে, সংকীর্ণ, গ্রীষ্মকালীন -
জলধারা, ওই বিবর্ণ 
জোছনার স্পর্শে 
হয়ত আজ 
ও আছে,অর্ধ আলোকিত বিছিন্ন নদীর  
বালুকা বেলা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

 Painting by Johann Georg Haeselich