বেশ ছিলাম নিজের বৃত্তে, স্বপ্নের পরিবেষ্টনে,
এ কেমন জ্যামিতি, তার চোখের রেখা
অদৃশ্য ভাবে যায় ছুঁয়ে অন্তর্মনের
কেন্দ্র বিন্দু, ঝঙ্কৃত করে
যায় পলকা পরিধির
সীমানা, সহসা
ভাবনার
বিগঠন, উড়ে যায় উন্মুক্ত আকাশে দেহ ও
প্রাণের অণু, কিসের সন্ধানে ধেয়ে
যায় অতৃপ্ত জীবন, গন্তব্য
বিহীন, শুধুই এক
অজ্ঞাত যাত্রা,
অনাহূত
রূপে তার এই ভাবে অনুপ্রবেশ, উদ্বেলিত
করে যায় সমগ্র চেতনার লুপ্ত অগ্নি
শিখা, যেন নিবিড় আঁধারে
বৈরাগীর মোহ ভঙ্গ,
অথবা স্বপ্নের
ধরাতলের
উপরে
বাস্তবিকতার ভেসে ওঠা, পার্থিব জগতে
ফিরে আসা - -