মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

এ কেমন জ্যামিতি - -


বেশ ছিলাম নিজের বৃত্তে, স্বপ্নের পরিবেষ্টনে,
এ কেমন জ্যামিতি, তার চোখের রেখা 
অদৃশ্য ভাবে যায় ছুঁয়ে অন্তর্মনের 
কেন্দ্র বিন্দু, ঝঙ্কৃত করে 
যায় পলকা পরিধির 
সীমানা, সহসা 
ভাবনার 
বিগঠন, উড়ে যায় উন্মুক্ত আকাশে দেহ ও 
প্রাণের অণু, কিসের সন্ধানে ধেয়ে 
যায় অতৃপ্ত জীবন, গন্তব্য 
বিহীন, শুধুই এক 
অজ্ঞাত যাত্রা,
অনাহূত
রূপে তার এই ভাবে অনুপ্রবেশ, উদ্বেলিত 
করে যায় সমগ্র চেতনার লুপ্ত অগ্নি 
শিখা, যেন নিবিড় আঁধারে 
বৈরাগীর মোহ ভঙ্গ,
অথবা স্বপ্নের 
ধরাতলের 
উপরে 
বাস্তবিকতার ভেসে ওঠা, পার্থিব জগতে 
ফিরে আসা - - 

- শান্তনু সান্যাল
alone 2

বোঝাপড়া


সেই কচুরিপানার মাঝ রাস্তায়, আকাশের 
বিম্বের খুব কাছাকাছি দেখেছি বহু 
বার প্রণয়ের স্থির তরঙ, কথা 
কয় কি জানে, কি নিয়ে 
অবিরল দোয়েলের 
সাথে, ওই 
আবছা বিহানে, উঠোনের গায়ে ঝরে রয় -
শিশির ভেজা শিউলি এক রাশ, 
কে যেন উঁকি দিয়ে যায় 
বুকের অনবহিত 
খোলা 
জানালায়, সুদুর আম্রকুঞ্জে উদাস একাকী 
কোকিল, ভাঙা সুরে ডেকে যায় 
জানি না কাহাকে, হয় ত 
ফিরে যায় নি নিজের 
দেশে, মধুমাসের  
সাথে,
একান্ত লয়ে সে এখন শিখতে চায় মৌন -
ভাষা, কিংবা শরতের সঙ্গে 
বোঝাপড়া, পরাশ্রয়ী 
লতার জীবন 
আগামী 
বসন্তের পথ চাওয়া, শালিকের সাথে অস্থায়ী 
বন্ধুত্ব, নতুন ভাবে নিজে কে চেনা,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
water hyacinth-flower কচুরিপানা.jpg